দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর
দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন পাইকগাছার প্রবীর সরদার। সোমবার (২৪ নভেম্বর) সকালে পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় মন্দিরে দুধ দিয়ে গোসল করেন তিনি। প্রবীর সরদারের দাবি, স্ত্রীর ধারাবাহিক পরকীয়া ও সন্দেহজনক কর্মকাণ্ড গত ১২ বছর তার জীবনকে অসহনীয় করে তুলেছিল। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বলেন, ছেলের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর শত অপরাধের পরও সংসার করেছে প্রবীর। আজ যখন তাকে দুধ দিয়ে গোসল করতে দেখলাম, মনে হলো একজন মানুষ শুধু সম্পর্ক নয়—অপমান আর যন্ত্রণার আগুন থেকে মুক্তি নিচ্ছে। আরেকজন প্রতিবেশী বলেন, প্রবীরের স্ত্রীর আচরণে বহুদিনের সমস্যা ছিল। প্রবীর সবসময় চেয়েছে সংসার বাঁচাতে; কিন্তু একজন মানুষ একা কতটুকু পারবেন? প্রবীর বলেন, ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু সহ্য করেছি। আজ আমি শুধু শান্তিতে থাকতে চাই। তাই দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করতে চাই।
দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন পাইকগাছার প্রবীর সরদার। সোমবার (২৪ নভেম্বর) সকালে পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় মন্দিরে দুধ দিয়ে গোসল করেন তিনি।
প্রবীর সরদারের দাবি, স্ত্রীর ধারাবাহিক পরকীয়া ও সন্দেহজনক কর্মকাণ্ড গত ১২ বছর তার জীবনকে অসহনীয় করে তুলেছিল।
ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বলেন, ছেলের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর শত অপরাধের পরও সংসার করেছে প্রবীর। আজ যখন তাকে দুধ দিয়ে গোসল করতে দেখলাম, মনে হলো একজন মানুষ শুধু সম্পর্ক নয়—অপমান আর যন্ত্রণার আগুন থেকে মুক্তি নিচ্ছে।
আরেকজন প্রতিবেশী বলেন, প্রবীরের স্ত্রীর আচরণে বহুদিনের সমস্যা ছিল। প্রবীর সবসময় চেয়েছে সংসার বাঁচাতে; কিন্তু একজন মানুষ একা কতটুকু পারবেন?
প্রবীর বলেন, ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু সহ্য করেছি। আজ আমি শুধু শান্তিতে থাকতে চাই। তাই দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করতে চাই।
What's Your Reaction?