দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৫০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান দুটি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। আধিপত্য বিস্তার নিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। গত কয়েকদিন ধরে খান গ্রুপের মিন্টু খাঁর একটি ঘর উঠানোকে কেন্দ্র করে তালুকদার গ্রুপের জহির শেখ বাধা দেয়। এ নিয়ে মিন্টু ও জহিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে হাবিবুর রহমান তালুকদার ও কবির খানের গ্রুপ ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও অন্যান্য গ্রামের মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুগ্রুপের কমপক্ষে ৫০জন আহত হন। এ সময় মিন্টু খাঁর দুটি বসতঘর ভাঙচুর ও লুট করে প্রতিপক্ষ। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান দুটি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। আধিপত্য বিস্তার নিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।
গত কয়েকদিন ধরে খান গ্রুপের মিন্টু খাঁর একটি ঘর উঠানোকে কেন্দ্র করে তালুকদার গ্রুপের জহির শেখ বাধা দেয়। এ নিয়ে মিন্টু ও জহিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে হাবিবুর রহমান তালুকদার ও কবির খানের গ্রুপ ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও অন্যান্য গ্রামের মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুগ্রুপের কমপক্ষে ৫০জন আহত হন। এ সময় মিন্টু খাঁর দুটি বসতঘর ভাঙচুর ও লুট করে প্রতিপক্ষ। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তুজরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান বলেন, তালুকদার ও খা গোষ্ঠীর মধ্যে আগেই থেকেই আধিপত্য বিস্তার নিয়ে মাঝেমধ্যেই সংঘর্ষ হয়। তবে গত দুদিন আগে একটি ঘর উঠানোকে কেন্দ্র করে আজকের দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।
ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলেই আছি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনও কোনো পক্ষ মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
What's Your Reaction?