দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির

আগামী দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে। ক্ষমতায় এলে বিশ্বের সব শান্তিকামী, গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে উল্লেখ করে দলের আমির বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ঝুঁকতে চায় না জামায়াত। জামায়াত আমির বলেন, এবারের নির্বচনে মা-বোনেরা প্রধাণত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। ভাইয়েরাও তা-ই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে। তিনি মনে করেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত কমিটমেন্ট রক্ষা করবে, যার প্রতিফলন ঘটে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচন। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে

দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির

আগামী দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে।

ক্ষমতায় এলে বিশ্বের সব শান্তিকামী, গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে উল্লেখ করে দলের আমির বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ঝুঁকতে চায় না জামায়াত।

জামায়াত আমির বলেন, এবারের নির্বচনে মা-বোনেরা প্রধাণত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। ভাইয়েরাও তা-ই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে।

তিনি মনে করেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত কমিটমেন্ট রক্ষা করবে, যার প্রতিফলন ঘটে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচন।

জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।

নির্বাচনে দেশের গণমাধ্যমকে কোনো দলীয় মাধ্যমের ভূমিকায় না থেকে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডা. শফিকুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow