দূষণমুক্ত সুন্দরবন গড়তে বরগুনায় সাংবাদিকদের যৌথ অঙ্গীকার
বরগুনায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী করতে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার সাংবাদিক, পরিবেশকর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সুন্দরবন রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে একমত হন। সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু মোঃ জাফর সালেহ। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা রূপান্তরের প্রধান সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, দৈনিক ইন কিলাবের জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক শাহ আলী এবং ফটো সাংবাদিক মোঃ আরিফুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সুন্দরব
বরগুনায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী করতে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার সাংবাদিক, পরিবেশকর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সুন্দরবন রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে একমত হন।
সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু মোঃ জাফর সালেহ।
বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা রূপান্তরের প্রধান সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, দৈনিক ইন কিলাবের জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক শাহ আলী এবং ফটো সাংবাদিক মোঃ আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ রক্ষার প্রধান ঢাল। কিন্তু মানবসৃষ্ট নানামুখী হুমকি-যেমন অনিয়ন্ত্রিত পর্যটন, নৌযানের বর্জ্য, প্লাস্টিক দূষণ, বনসম্পদের অতিরিক্ত ব্যবহার এবং আশপাশের জনবসতির চাপ- এই ম্যানগ্রোভ বনের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা শ্বাসমূল বাধাগ্রস্ত করে গাছপালাকে দুর্বল করছে, একই সঙ্গে বন্যপ্রাণীর খাদ্যচক্রেও বিঘ্ন ঘটছে। এসব কারণে পুরো উপকূলীয় জনপদ জলবায়ু ঝুঁকির মুখে পড়ছে।
বৈঠকে জানানো হয়, ট্রলার, জাহাজ, মাছধরা নৌকা ও পর্যটকের অব্যবস্থাপিত প্লাস্টিক বর্জ্য প্রতিদিন নদী-খালে জমা হয়ে জোয়ার-ভাটার মাধ্যমে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে। এই পরিস্থিতি মোকাবিলায় প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ, নৌযানের বর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা, পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করার উদ্যোগ জরুরি।
এ সময় আলোচকরা বলেন, সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের দূষণ, অবৈধ দখল ও নীতিমালা বাস্তবায়নে অসংগতি তুলে ধরা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকরা কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এজন্য দীর্ঘমেয়াদি পরিবেশ পর্যবেক্ষণ, তথ্যভিত্তিক প্রতিবেদন এবং ধারাবাহিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকের শেষে প্লাস্টিক ও পলিথিন দূষণ বিরোধী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা পরিবেশ সাংবাদিক সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। সম্মাননা লাভ করেন পাথরঘাটার সিনিয়র সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম খোকন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বেতাগী প্রতিনিধি মোঃ সাইদুল ইসলাম মন্টু ও পাথরঘাটা আরটিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম শুভ। সভায় বক্তারা বলেন উল্লেখ করা হয়, এই সম্মাননা ভবিষ্যতে পরিবেশ সাংবাদিকতাকে আরও গতিশীল করবে এবং সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের উদ্যোগকে শক্তিশালী করবে।
বৈঠক শেষে অংশগ্রহণকারীরা প্লাস্টিক বর্জন, পরিবেশ সংরক্ষণ এবং সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?