দেশীয় শোবিজে বছরের আলোচিত ডিভোর্স

বিদায় নিচ্ছে ২০২৫। হিসাব-নিকাশের খাতায় একের পর এক স্মৃতি, সাফল্য আর ক্ষতের দাগ রেখে বিদায় নিতে বসেছে বছরটি। বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে এই বছরটা ছিল যেন টালমাটাল এক অধ্যায়। কোথাও কাজের সংকট, কোথাও সিনেমা হলের ঝাঁপ নামা, আবার কোথাও সামাজিকমাধ্যমের অতিমাত্রিক আসক্তি বদলে দিয়েছে বিনোদনের ভাষা ও দর্শকের অভ্যাস। তবে আলোঝলমলে পর্দার বাইরেও চলেছে আরেক বাস্তবতা—তারকাদের ব্যক্তিগত জীবনের নীরব লড়াই। দেশীয় শোবিজে যেখানে বিয়ের আনন্দঘন খবরগুলো শিরোনাম দখল করেছে বারবার, সেখানে ভাঙনের গল্প খুব বেশি সামনে আসেনি। তবু অল্প কয়েকটি বিচ্ছেদ ও সম্পর্কের ইতি যেন মনে করিয়ে দিয়েছে, তারকাদের জীবনও আবেগ, টানাপোড়েন আর অসমাপ্ত গল্পেরই আরেক নাম। দিলশাদ নাহার কনা এ বছর ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মুখে পড়েন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি আলাদা হন স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের কাছ থেকে। ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করলেও বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর কনার ফের বিয়ের খবর নিয়ে আলোচনার ঝড় উঠলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। হৃদয়

দেশীয় শোবিজে বছরের আলোচিত ডিভোর্স

বিদায় নিচ্ছে ২০২৫। হিসাব-নিকাশের খাতায় একের পর এক স্মৃতি, সাফল্য আর ক্ষতের দাগ রেখে বিদায় নিতে বসেছে বছরটি। বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে এই বছরটা ছিল যেন টালমাটাল এক অধ্যায়। কোথাও কাজের সংকট, কোথাও সিনেমা হলের ঝাঁপ নামা, আবার কোথাও সামাজিকমাধ্যমের অতিমাত্রিক আসক্তি বদলে দিয়েছে বিনোদনের ভাষা ও দর্শকের অভ্যাস। তবে আলোঝলমলে পর্দার বাইরেও চলেছে আরেক বাস্তবতা—তারকাদের ব্যক্তিগত জীবনের নীরব লড়াই। দেশীয় শোবিজে যেখানে বিয়ের আনন্দঘন খবরগুলো শিরোনাম দখল করেছে বারবার, সেখানে ভাঙনের গল্প খুব বেশি সামনে আসেনি। তবু অল্প কয়েকটি বিচ্ছেদ ও সম্পর্কের ইতি যেন মনে করিয়ে দিয়েছে, তারকাদের জীবনও আবেগ, টানাপোড়েন আর অসমাপ্ত গল্পেরই আরেক নাম।

দিলশাদ নাহার কনা

এ বছর ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মুখে পড়েন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি আলাদা হন স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের কাছ থেকে। ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করলেও বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর কনার ফের বিয়ের খবর নিয়ে আলোচনার ঝড় উঠলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

হৃদয় খান

সংগীতশিল্পী হৃদয় খান চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দীর্ঘ সাত বছরের বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই জনপ্রিয় শিল্পী।

রাশেদ মামুন অপু

অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে আসলে ছয় বছর আগেই, তবে বিষয়টি এতকাল অগোচরে ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্যিটি সামনে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow