দেশের ইমামদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, ইমামদের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এ প্রকল্পের প্রস্তাব এই মাসের ২৮ তারিখে জমা দেওয়া হবে। রোববার (২৫ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে তিনি এ তথ্য জানান। ড. খালিদ হোসেন বলেন, দেশকে পরিবর্তন করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। তিনি আরও উল্লেখ করেন, কিছু পক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং জুলাই সনদে বিসমিল্লাহ নেই—যা সত্য নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও সতর্ক করেন, গুম, খুন ও নৈরাজ্যের যুগে ফেরাতে না চাইলে দেশের মানুষকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। দেশে ফেরাউনের শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীকে অতি ক্ষমতা দেওয়ার কারণে। তিনি আরও বলেন, ইসি স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ ভোট দিতে পা

দেশের ইমামদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, ইমামদের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এ প্রকল্পের প্রস্তাব এই মাসের ২৮ তারিখে জমা দেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে তিনি এ তথ্য জানান।

ড. খালিদ হোসেন বলেন, দেশকে পরিবর্তন করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। তিনি আরও উল্লেখ করেন, কিছু পক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং জুলাই সনদে বিসমিল্লাহ নেই—যা সত্য নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও সতর্ক করেন, গুম, খুন ও নৈরাজ্যের যুগে ফেরাতে না চাইলে দেশের মানুষকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। দেশে ফেরাউনের শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীকে অতি ক্ষমতা দেওয়ার কারণে।

তিনি আরও বলেন, ইসি স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। ‘হ্যাঁ’ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে। এতে দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow