দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন জরুরি নির্দেশনা
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত স্মারকের অনুলিপি চিঠির সঙ্গে সংযুক্ত করে উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে জারি করা স্মারকে জানানো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে (৪ থেকে ২০ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেই কার্যক্রমের তথ্য ই-মেইলের মাধ্যমে ([[email protected]](mailto:[email protected])) ঠিকানায় পাঠাতে হবে। এর মধ্যে রয়েছে উপজেলা, থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক,
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত স্মারকের অনুলিপি চিঠির সঙ্গে সংযুক্ত করে উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে জারি করা স্মারকে জানানো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে (৪ থেকে ২০ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেই কার্যক্রমের তথ্য ই-মেইলের মাধ্যমে ([[email protected]](mailto:[email protected])) ঠিকানায় পাঠাতে হবে।
এর মধ্যে রয়েছে উপজেলা, থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ ইত্যাদি তথ্য।
What's Your Reaction?