দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

হিমালয়ের সন্নিকটে অবস্থানের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই কমছে তাপমাত্রা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উত্তরীয় হিমেল বাতাসে শীতের স্পর্শ আরও প্রকট হয়ে উঠছে। গত কয়েক দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে, গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ছাপিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জনপদ জুড়ে। শীতের মাত্রা কিছুটা বাড়লেও শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য কমেনি; ভোর থেকেই দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক, কৃষকরা কাজে বেরিয়ে পড়ছেন। এদিকে দিনরাতের তাপমাত্রা বৈষম্যের কারণে শীতজনিত রোগ বাড়তে শুরু করেছে। আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্ক রোগীরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্ত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

হিমালয়ের সন্নিকটে অবস্থানের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই কমছে তাপমাত্রা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উত্তরীয় হিমেল বাতাসে শীতের স্পর্শ আরও প্রকট হয়ে উঠছে।

গত কয়েক দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে, গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ছাপিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জনপদ জুড়ে। শীতের মাত্রা কিছুটা বাড়লেও শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য কমেনি; ভোর থেকেই দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক, কৃষকরা কাজে বেরিয়ে পড়ছেন।

এদিকে দিনরাতের তাপমাত্রা বৈষম্যের কারণে শীতজনিত রোগ বাড়তে শুরু করেছে। আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্ক রোগীরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ার ফলে হিমেল বাতাস এবং হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কমে আসছে। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ার বাতাসের আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। ফলে এ অঞ্চলে শীতের অনুভূতি আরও বেশি হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow