দেশের স্বার্থেই কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে: সালাম

দেশের স্বার্থেই আজ কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, জনগণ তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বলেই তিনি আজ শুধু একটি দলের নেতা নন, একজন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সূর্য উঠবেই অন্ধকারের দেওয়াল ভাঙবে’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনো নেতা নন, বরং সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনা করতে সক্ষম একজন দায়িত্বশীল নেতৃত্ব। নানা চাপ, ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা তার রাজনৈতিক প্রজ্ঞারই প্রমাণ। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে পরিবর্তনের সূচনা করেছিলেন, আজ জনগণ বিশ্বাস করে তারেক রহমান সেই পরিবর্তনের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন। সে কারণেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের

দেশের স্বার্থেই কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে: সালাম

দেশের স্বার্থেই আজ কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, জনগণ তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বলেই তিনি আজ শুধু একটি দলের নেতা নন, একজন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সূর্য উঠবেই অন্ধকারের দেওয়াল ভাঙবে’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনো নেতা নন, বরং সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনা করতে সক্ষম একজন দায়িত্বশীল নেতৃত্ব। নানা চাপ, ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা তার রাজনৈতিক প্রজ্ঞারই প্রমাণ।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে পরিবর্তনের সূচনা করেছিলেন, আজ জনগণ বিশ্বাস করে তারেক রহমান সেই পরিবর্তনের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন। সে কারণেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখছে।

গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, দেশ এখনো পুরোপুরি গণতান্ত্রিক পথে ফেরেনি। এই সংকটময় সময় পার করতে হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানে গীতিকার ও সুরকার ইথন বাবু, শিবা শানুসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মী উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow