দেশ ও বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন ময়মনসিংহের তরুণদের

আমরা নিজেদের প্রস্তুত করছি যাতে বৈষম্যহীন উন্নতির পথে এগিয়ে যেতে প্রথমে সমাজ, তারপর দেশ এবং পৃথিবীকেও বদলে দিতে পারি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহে জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তরুণদের আলোচনা সভায় বাংলাদেশ ইনস্টিটিউশন অভ ইঞ্জিনিয়ার্সের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তারের এ প্রত্যয়ী বক্তব্যে কণ্ঠ মিলিয়েছেন জেলার অর্ধশত তরুণ-তরুণী।  তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান তার বক্তব্যে বলেন, তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করেতে হবে।  জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বক্তারা ঐক্যতানে বলেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অ

দেশ ও বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন ময়মনসিংহের তরুণদের
আমরা নিজেদের প্রস্তুত করছি যাতে বৈষম্যহীন উন্নতির পথে এগিয়ে যেতে প্রথমে সমাজ, তারপর দেশ এবং পৃথিবীকেও বদলে দিতে পারি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহে জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তরুণদের আলোচনা সভায় বাংলাদেশ ইনস্টিটিউশন অভ ইঞ্জিনিয়ার্সের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তারের এ প্রত্যয়ী বক্তব্যে কণ্ঠ মিলিয়েছেন জেলার অর্ধশত তরুণ-তরুণী।  তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান তার বক্তব্যে বলেন, তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করেতে হবে।  জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বক্তারা ঐক্যতানে বলেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণসমাজ এবং তারা নিজেদের প্রস্তুত করছেন। সব মানুষের প্রতি সম্মান ধারণ সমাজ থেকে বৈষম্য দূর করার মূলমন্ত্র এবং তারুণ্যের দেশ গড়ার পথে সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ, নেতিবাচক দিকগুলো বর্জন করে তরুণদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।  ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার প্রধান বক্তা হিসেবে এবং সংস্কৃতি ব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার (আইএএফএম) নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি গকুল সূত্রধর মানিক বক্তব্য দেন।  জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সূচনা বক্তব্য, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টির দেশ গঠনে নারীর ভূমিকা, জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার লিয়া আফরোজ ও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা মোখলেসুর রহমানের তরুণদের জীবন গঠন নিয়ে প্রাণবন্ত আলোচনা উপস্থিত সবাইকে তারুণ্যনির্ভর বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow