দেড়শ দেহরক্ষী নিয়ে চলেন ভারতীয় এই ইনফ্লুয়েন্সার

নেট দুনিয়ার আলোচনার শীর্ষে রয়েছেন ভারতের ‘বিগ বস’ খ্যাত ইনফ্লুয়েন্সার তানয়া মিত্তাল। বহুদিন ধরেই গুঞ্জন, তিনি যেখানেই যান, সঙ্গে থাকে অন্তত ১৫০ দেহরক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অবশেষে মুখ খুললেন তানয়া নিজেই। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তান্যা জানান, ১৫০ দেহরক্ষী রাখার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। বলেন, আমি কখনো এমন দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে আমি দেড়শ দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সব মনগড়া কথা। তবে তিনি স্বীকার করেছেন, নিরাপত্তার খাতিরে তার ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে, তবে সেই সংখ্যাটি কখনোই দেড়শ নয়। দেহরক্ষী নিয়ে এই ভুল ধারণার পেছনে ‘বিগ বস’-এর সহ-প্রতিযোগী জিশান খানের একটি মজাকে দায়ী করেন তানয়া। জানান, জিশানের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে, তার নিজস্ব প্রতিষ্ঠানে ১৫০ কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই দেহরক্ষী হিসেবে প্রচার করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আধ্যাত্মিক বিষয়ক কন্টেন্ট এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পান তাননয়া মিত্তাল। এর বাইরেও তার সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসা রয়েছে। ‘বিগ ব

দেড়শ দেহরক্ষী নিয়ে চলেন ভারতীয় এই ইনফ্লুয়েন্সার
নেট দুনিয়ার আলোচনার শীর্ষে রয়েছেন ভারতের ‘বিগ বস’ খ্যাত ইনফ্লুয়েন্সার তানয়া মিত্তাল। বহুদিন ধরেই গুঞ্জন, তিনি যেখানেই যান, সঙ্গে থাকে অন্তত ১৫০ দেহরক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অবশেষে মুখ খুললেন তানয়া নিজেই। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তান্যা জানান, ১৫০ দেহরক্ষী রাখার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। বলেন, আমি কখনো এমন দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে আমি দেড়শ দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সব মনগড়া কথা। তবে তিনি স্বীকার করেছেন, নিরাপত্তার খাতিরে তার ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে, তবে সেই সংখ্যাটি কখনোই দেড়শ নয়। দেহরক্ষী নিয়ে এই ভুল ধারণার পেছনে ‘বিগ বস’-এর সহ-প্রতিযোগী জিশান খানের একটি মজাকে দায়ী করেন তানয়া। জানান, জিশানের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে, তার নিজস্ব প্রতিষ্ঠানে ১৫০ কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই দেহরক্ষী হিসেবে প্রচার করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আধ্যাত্মিক বিষয়ক কন্টেন্ট এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পান তাননয়া মিত্তাল। এর বাইরেও তার সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসা রয়েছে। ‘বিগ বস’-এ অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং বর্তমানে তিনি অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, তানয়ার মাসিক আয় প্রায় ৬ লাখ রুপি,  তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি রুপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow