দ্বিতীয় বিভাগে নেই সুপার লিগ

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বয়কট করেছে ১২টি ক্লাব। তাইতো বাকি ১২ ক্লাব নিয়ে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে লিগটি। তবে প্রথমবারের মতো এবার লিগে নেই কোনো সুপার লিগের নিয়ম।  জানা গেছে, ১২টি ক্লাবই নিজেরা নিজেদের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন ও দ্বিতীয়স্থানে থাকা দলটি রানার্সআপ। তারাই পরের মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলার সুযোগ পাবে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  সূত্র জানায়, লিগের শুরুতে ১১টি ক্লাব বয়কটের সিদ্ধান্ত নেয়। বাকি ১৩টি ক্লাব নিয়ে লিগ করার কথা ছিল। কিন্তু আর্থিক কারণে একটি ক্লাব প্রথম রাউন্ডেই মাঠে আসেনি। পরবর্তীতে নিয়ম মেনে তাদেরও বাদ দিয়ে ১২টি ক্লাব নিয়েই মাঠ গড়াচ্ছে লিগটি।  বিসিবি নির্বাচন অবৈধ ঘোষণা করেই ক্রিকেট বর্জনের ডাক দেয় ৪৪টি ক্লাব। প্রথম বিভাগের পর দ্বিতীয় বিভাগেও পড়ল তাদের বর্জনের ছাপ।

দ্বিতীয় বিভাগে নেই সুপার লিগ
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বয়কট করেছে ১২টি ক্লাব। তাইতো বাকি ১২ ক্লাব নিয়ে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে লিগটি। তবে প্রথমবারের মতো এবার লিগে নেই কোনো সুপার লিগের নিয়ম।  জানা গেছে, ১২টি ক্লাবই নিজেরা নিজেদের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন ও দ্বিতীয়স্থানে থাকা দলটি রানার্সআপ। তারাই পরের মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলার সুযোগ পাবে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  সূত্র জানায়, লিগের শুরুতে ১১টি ক্লাব বয়কটের সিদ্ধান্ত নেয়। বাকি ১৩টি ক্লাব নিয়ে লিগ করার কথা ছিল। কিন্তু আর্থিক কারণে একটি ক্লাব প্রথম রাউন্ডেই মাঠে আসেনি। পরবর্তীতে নিয়ম মেনে তাদেরও বাদ দিয়ে ১২টি ক্লাব নিয়েই মাঠ গড়াচ্ছে লিগটি।  বিসিবি নির্বাচন অবৈধ ঘোষণা করেই ক্রিকেট বর্জনের ডাক দেয় ৪৪টি ক্লাব। প্রথম বিভাগের পর দ্বিতীয় বিভাগেও পড়ল তাদের বর্জনের ছাপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow