ধর্মেন্দ্র ২-৩ দিন আগেই মারা গিয়েছিলেন, বিস্ফোরক দাবি নায়িকার

২৪ নভেম্বর, ভারতের বুকে নেমে এসেছিল এক গভীর শোক। কারণ একটাই, বলিউডের অন্যতম সুপারস্টার হি-ম্যান, ধর্মেন্দ্র আর নেই। গত একমাস ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই, ১১ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবরও। তবে সবটাই ছিল ভুয়ো। তখনও বেঁচে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল বাড়িতে। সেখানেই চলছিল চিকিৎসা।এরপর সব ঠিকই চলছিল। আচমকাই পরিস্থিতি পাল্টে যায় ২৪ নভেম্বর, সকাল থেকে দেখা যায় ধর্মেন্দ্রর বাড়ির সামনে বাড়ছে নিরাপত্তা, পাশাপাশি ভিলে পার্ল শ্মশানেও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা দেওল পরিবার সেখানে উপস্থিত হন, সঙ্গে একটি অ্যাম্বুলেন্স। তাতেই ছিল ধর্মেন্দ্রর মরদেহ।তবে এ মৃত্যু নিয়ে কেন এত লুকোচুরি? তিনি কটার সময় প্রয়াত হয়েছেন, চিকিৎসক কী জানিয়েছেন? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে এবার প্রকাশ্যে বিস্ফোরক দাবি করে বসলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। দাবি করে বসলেন, ধর্মেন্দ্র দু-তিনদিন আগেই নাকি প্রয়াত হয়েছিলেন। তিনি সবটাই জানতেন। বললেন, “এই যে নাটকটা করা হল, ওঁর মৃত্যু তো ২-৩ দিন আগেই হয়ে গিয়েছিল। আমায় অনেকেই বলেছিলেন। আমার স্বপ্নে উনি এসেছিলেন। ওখা

ধর্মেন্দ্র ২-৩ দিন আগেই মারা গিয়েছিলেন, বিস্ফোরক দাবি নায়িকার

২৪ নভেম্বর, ভারতের বুকে নেমে এসেছিল এক গভীর শোক। কারণ একটাই, বলিউডের অন্যতম সুপারস্টার হি-ম্যান, ধর্মেন্দ্র আর নেই। গত একমাস ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই, ১১ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবরও। তবে সবটাই ছিল ভুয়ো।

তখনও বেঁচে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল বাড়িতে। সেখানেই চলছিল চিকিৎসা।
এরপর সব ঠিকই চলছিল।

আচমকাই পরিস্থিতি পাল্টে যায় ২৪ নভেম্বর, সকাল থেকে দেখা যায় ধর্মেন্দ্রর বাড়ির সামনে বাড়ছে নিরাপত্তা, পাশাপাশি ভিলে পার্ল শ্মশানেও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা দেওল পরিবার সেখানে উপস্থিত হন, সঙ্গে একটি অ্যাম্বুলেন্স। 
তাতেই ছিল ধর্মেন্দ্রর মরদেহ।
তবে এ মৃত্যু নিয়ে কেন এত লুকোচুরি? তিনি কটার সময় প্রয়াত হয়েছেন, চিকিৎসক কী জানিয়েছেন? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

তবে এবার প্রকাশ্যে বিস্ফোরক দাবি করে বসলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। দাবি করে বসলেন, ধর্মেন্দ্র দু-তিনদিন আগেই নাকি প্রয়াত হয়েছিলেন। তিনি সবটাই জানতেন। বললেন, “এই যে নাটকটা করা হল, ওঁর মৃত্যু তো ২-৩ দিন আগেই হয়ে গিয়েছিল। আমায় অনেকেই বলেছিলেন।

আমার স্বপ্নে উনি এসেছিলেন। ওখানকার ডাক্তাররাও বলেছিলেন।”
এরপর কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করে বলেন, “তবে আমি খুব কষ্ট পেয়েছি। উনার অনুরাগীরা শেষ দেখা দেখতে পেলেন না। উনি গোটা বিশ্বের অভিনেতা, উনি আমার অভিনেতা।”

রাখির এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় পলকে ঝড় ওঠে। কেউ কেউ তাঁর কথাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়, কেউ আবার বিষয়টা নিয়ে সমান তালে প্রশ্ন তুলছেন– যদি সত্যি সব ঠিক থাকবে, তাহলে এতো রহস্য কেন?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow