ধলেশ্বরী ট্রেন চালুসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের রুট এবং অগ্নিবীনা ট্রেনের সময়সূচির পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ও কবি জাকারিয়া জাহাঙ্গীর, সোহানুর রহমান সোহান, মোঃ ফরিদ, আসাদুজ্জান আসাদ প্রমূখ। বক্তারা বলেন, সাধারণ যাত্রী ও চাকুরিজীবীদের যাতায়াতের সুবিধার্থে আন্তঃনগর অগ্নিবীণা বা জামালপুর এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচি পরিবর্তন করে জনবান্ধব করতে যে কোনো একটি ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়তে হবে। জামালপুর এক্সপ্রেস ট্রেন বর্তমান রুট সংস্কার বা পরিবর্তন করা অথবা পূর্বের রুটে ফেরাতে হবে। দীর্ঘদিন বন্ধ থাকা জনপ্রিয় ধলেশ্বরী ট্রেন চালু ও যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত নিতে হবে। পুরনো ইঞ্জিন বদলানোসহ আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের রুট এবং অগ্নিবীনা ট্রেনের সময়সূচির পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ও কবি জাকারিয়া জাহাঙ্গীর, সোহানুর রহমান সোহান, মোঃ ফরিদ, আসাদুজ্জান আসাদ প্রমূখ। বক্তারা বলেন, সাধারণ যাত্রী ও চাকুরিজীবীদের যাতায়াতের সুবিধার্থে আন্তঃনগর অগ্নিবীণা বা জামালপুর এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচি পরিবর্তন করে জনবান্ধব করতে যে কোনো একটি ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়তে হবে।
জামালপুর এক্সপ্রেস ট্রেন বর্তমান রুট সংস্কার বা পরিবর্তন করা অথবা পূর্বের রুটে ফেরাতে হবে। দীর্ঘদিন বন্ধ থাকা জনপ্রিয় ধলেশ্বরী ট্রেন চালু ও যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত নিতে হবে। পুরনো ইঞ্জিন বদলানোসহ আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
What's Your Reaction?