ধানের শীষের তৈরি পোশাকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ইউনুচ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে রাখতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করবে তাকে বহনকারী বিমান। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ এখন প্রায় প্রস্তুত। এই আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। সবাই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চায়। দূর থেকে হলেও একনজর দেখতে চায়, তার কণ্ঠস্বর শুনতে চায়। এ জন্য দেশের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছে, ঢাকার দিকে ছুটছে। এরই মধ্যে কয়েক লাখ মানুষ ঢাকায় এসে পৌঁছেছে। এর মধ্যে ঢাকার ৩০০ ফিটে দেখা গেল সারা শরীরে ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরা এক ব্যক্তিকে। ধানের তৈরি পোশাক পরা ব্যক্তির নাম ইউনুচ হাওলাদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়। যিনি ধানের শীষ দিয়ে বানানো এই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তার এই ভিডিও সামাজিক মাধ্যমে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে রাখতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করবে তাকে বহনকারী বিমান।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ এখন প্রায় প্রস্তুত। এই আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। সবাই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চায়। দূর থেকে হলেও একনজর দেখতে চায়, তার কণ্ঠস্বর শুনতে চায়। এ জন্য দেশের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছে, ঢাকার দিকে ছুটছে। এরই মধ্যে কয়েক লাখ মানুষ ঢাকায় এসে পৌঁছেছে।
এর মধ্যে ঢাকার ৩০০ ফিটে দেখা গেল সারা শরীরে ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরা এক ব্যক্তিকে। ধানের তৈরি পোশাক পরা ব্যক্তির নাম ইউনুচ হাওলাদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়। যিনি ধানের শীষ দিয়ে বানানো এই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তার এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে ঘিরে আছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ছবি তুলছেন, কেউ ফেসবুকে লাইভ করছেন।কেউ ভিডিও করে রিলস বানাচ্ছেন। তাকে নিয়ে উৎসাহের কমতি নেই কারও।
২০১৮ সালের আগ পর্যন্ত রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইউনুচ। ৬ মামলা মাথায় নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী চলে যান। সেখানে অটোরিকশা চালিয়ে সংসার চলে তার। তবে তার আগ্রহ বিএনপির রাজনীতি করা। দেশের যে কোনো জেলায় বড় সমাবেশ হলেই দেখা মেলে ইউনুচের। ধানের শীষ কেটে কেটে তিনি নিজেই এই পোশাক তৈরি করেছেন।
গণমাধ্যমে ইউনুচ হাওলাদার বলেন, কোন সময় আমি ঢাকা রওনা দিবো এই অধীর আগ্রহে ছিলাম। আমি ২০ তারিখে ঢাকায় আসছি শুধু নেতাকে দেখার জন্য।যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে, আমি দেখা না করতে পারবো,ততক্ষণ পর্যন্ত আমি কেনো কষ্ট মনে করি না।
তিনি আরও বলেন, আমি রাতে ঘুমানোর সময় ১২/১ টা বাজে এই পোশাকটা খুলে রাখবো আবার আযান দেওয়ার পর ফজরের নামাজ পড়ে এই পোশাক শরীরে লাগাবো। এই পোশাক পরে বিএনপির প্রোগ্রামে ভাইয়েরা ডাক দিলে আমি সেখানেই চলে যাই। ১৭ বছর পর জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এই স্টেজে উঠে যখন কথা বলবে তখন মানুষের মন প্রাণ গলে যাবে ভেসে যাবে বলে তিনি মনে করেন।
এদিকে দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিলেও দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বিএনপিও অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি সংবর্ধনা প্রদান কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে।
What's Your Reaction?