ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে : মফিকুল হাসান
বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি। এছাড়া সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বানও জানান। মঙ্গলবার (২৫ নভেম্বর) যশোরের বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক উঠান বৈঠক তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। বক্তারা বলেন, দেশের সংকটময় সময়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক এলাকার জনগণের সঙ্গে সদাচরণ, সামাজিক
বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি। এছাড়া সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বানও জানান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) যশোরের বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক উঠান বৈঠক তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
বক্তারা বলেন, দেশের সংকটময় সময়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক এলাকার জনগণের সঙ্গে সদাচরণ, সামাজিক যোগাযোগ বৃদ্ধি ও উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলি বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন, সহসভাপতি সাহাদুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম, শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইসতিয়াক আহমদ শাওনসহ শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উঠান বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে এবং আয়োজনটি নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা প্রকাশ করেন নেতারা।
What's Your Reaction?