ধানের শীষ প্রতীক পেতে মরিয়া ৩ নারী
মাদারীপুর-১ ও ২ আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন তিন নারী নেত্রী। তারা তিনজন নিজ নিজ আসনে সভা-সেমিনার, উঠোন বৈঠনসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা হলেন মাদারীপুর-১ আসনের নাভীলা চৌধুরী, একই আসনের নাদিরা মিঠু ও মাদারীপুর-২ আসনের হেলেন জেরীন খান। খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপি কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার একদিন পর প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড। এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা মাঠে কাজ করছেন। তাদের মধ্যে দুইজন নারী নেত্রী রয়েছেন। তারা হলেন নারী নেত্রী নাভীলা চৌধুরী ও নাদিরা মিঠু। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী হচ্ছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাদিরা মিঠু। এছাড়াও তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন। আরেক নারী মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাভীলা চৌধুরী। তারা দুজন মনোনয়ন পেতে সভা, সেমিনার, উঠোন বৈঠক, মোটরসাইকেল শোডাউনসহ নানা কর্মসূচি করে আসছেন। মনোনয়ন প্রত্যাশী নাভীলা চ
মাদারীপুর-১ ও ২ আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন তিন নারী নেত্রী। তারা তিনজন নিজ নিজ আসনে সভা-সেমিনার, উঠোন বৈঠনসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
তারা হলেন মাদারীপুর-১ আসনের নাভীলা চৌধুরী, একই আসনের নাদিরা মিঠু ও মাদারীপুর-২ আসনের হেলেন জেরীন খান।
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপি কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার একদিন পর প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড। এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা মাঠে কাজ করছেন। তাদের মধ্যে দুইজন নারী নেত্রী রয়েছেন। তারা হলেন নারী নেত্রী নাভীলা চৌধুরী ও নাদিরা মিঠু।
মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী হচ্ছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাদিরা মিঠু। এছাড়াও তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
আরেক নারী মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাভীলা চৌধুরী। তারা দুজন মনোনয়ন পেতে সভা, সেমিনার, উঠোন বৈঠক, মোটরসাইকেল শোডাউনসহ নানা কর্মসূচি করে আসছেন।
মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরী বলেন, মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে সংসদ সদস্য হতে পারলে জনগণের শান্তি ফিরিয়ে আনতে আমি কাজ করে যাবো। শিবচর উপজেলাকে মাদকমুক্ত করা হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে উন্নয়ন করা হবে।
আরেক মনোনয়ন প্রত্যাশী নাদিরা মিঠু বলেন, আমি দীর্ঘদিন ধরে জনগণকে নিয়ে মাঠে কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হতে পারবো বলে আশা করছি। তাছাড়া এ উপজেলার উন্নয়নের জন্য আমি সব ধরনের কাজ করবো। পাশাপাশি সাধারণ জনগণের পাশে থেকে আমি সারাজীবন কাজ করে যেতে চাই।
এদিকে মাদারীপুর-২ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা করায় একাধিক প্রার্থী মাঠে আছেন। এরমধ্যে রয়েছেন একজন নারী নেত্রী। তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান। এছাড়াও তিনি ইডেন কলেজের সাবেক ভিপি, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি ছিলেন। এ নারী নেত্রী মনোনয়ন পেতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন।
হেলেন জেরিন খান জাগো নিউজকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চাঁদাবাজমুক্ত হবে মাদারীপুর-২ আসন। এ জেলাকে মডেল জেলা হিসেবে বাস্তবায়ন করতে আমি সব ধরনের পদক্ষেপ নিবো।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক। এ মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ-যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব। মাদারীপুর-২ আসনে দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নিয়ে জনগণের পাশে থাকতে চাই।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম
What's Your Reaction?