ধামরাই সরকারি কলেজে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত
ধামরাই সরকারি কলেজে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগের সহযোগিতায় অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ধামরাই সরকারি কলেজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন লীডার সোহেল রানা মহড়ার নেতৃত্ব সদস্যরা এ মহড়া চালায়। এসময় ধামরাই সরকারি কলেজ মাঠে কৃত্তিম অগ্নিকান্ড পরিস্থিতি সৃষ্টি করা হয়। তখন ছাত্রছাত্রী, শিক্ষক ও কলেজের কর্মী এবং স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ী/পাম্প ও জনবল সম্পৃক্ত করে অগ্নি নির্বাপন এবং জরুরী উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা তৎপরতা চালানো হয়। মহড়ায় উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী, ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. কাজিম খান আবুল উলায়ী, সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের করপোরাল সাদি মাহমুদ,ধামরাই সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মো.ফাহাদ হোসেন সহ আর-ও শিক্ষক-শিক্ষার্থীরা। মহড়া সম্পন্ন করার পর স্টেশন লীডার সোহেল রানা বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির জরুরী উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক জ্ঞান থাকলে জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচা এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং
ধামরাই সরকারি কলেজে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগের সহযোগিতায় অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ধামরাই সরকারি কলেজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন লীডার সোহেল রানা মহড়ার নেতৃত্ব সদস্যরা এ মহড়া চালায়।
এসময় ধামরাই সরকারি কলেজ মাঠে কৃত্তিম অগ্নিকান্ড পরিস্থিতি সৃষ্টি করা হয়। তখন ছাত্রছাত্রী, শিক্ষক ও কলেজের কর্মী এবং স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ী/পাম্প ও জনবল সম্পৃক্ত করে অগ্নি নির্বাপন এবং জরুরী উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা তৎপরতা চালানো হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী, ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. কাজিম খান আবুল উলায়ী, সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের করপোরাল সাদি মাহমুদ,ধামরাই সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মো.ফাহাদ হোসেন সহ আর-ও শিক্ষক-শিক্ষার্থীরা।
মহড়া সম্পন্ন করার পর স্টেশন লীডার সোহেল রানা বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির জরুরী উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক জ্ঞান থাকলে জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচা এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং প্রকৃত জরুরী পরিস্থিতিতে দক্ষতার সাথে মোকাবেলার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এই ধরনের মহড়া অপরিহার্য।
What's Your Reaction?