ধৈর্য ও তাকওয়ার প্রাপ্তি
আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের কোনো ভালো অবস্থা এলে তারা কষ্ট পায় আর যদি কোনো খারাপ অবস্থা আসে, তাহলে খুশি হয়। তোমরা যদি ধৈর্য ধারণ করো আর তাকওয়া অবলম্বন করো, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা যা কিছু করে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন।’ (সুরা আলে ইমরান: ১২০) শিক্ষা ১. কাফেররা কখনো ইমানদারদের ভালো অবস্থা সহ্য করতে পারে না। শুধু কাফের নয়, বরং অনেক মন্দ স্বভাবের লোক ইমানদারদের ভালো অবস্থা দেখতে পারে না। তবে মন্দ অবস্থা এলে তারা খুব খুশি হয়। ২. কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হলে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাজির হওয়া। অন্য আয়াতে এসেছে, যখন কোনো বিপদ বা মুসিবত আসে তখন ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর আশ্রয় গ্রহণ করা। ৩. ধৈর্য ধারণ করলে এবং তাকওয়া অবলম্বন করলে সমস্ত শয়তানি শক্তিও কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ৪. দুনিয়ায় আল্লাহ কাফেরদের জন্য ছাড় দিয়েছেন। তারা যেসব অপকর্ম করে আল্লাহ সবকিছুর হিসাব রাখেন। পরকালে প্রতিটি মন্দ কর্মের শাস্তি ভোগ করবে তারা।
আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের কোনো ভালো অবস্থা এলে তারা কষ্ট পায় আর যদি কোনো খারাপ অবস্থা আসে, তাহলে খুশি হয়। তোমরা যদি ধৈর্য ধারণ করো আর তাকওয়া অবলম্বন করো, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা যা কিছু করে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন।’ (সুরা আলে ইমরান: ১২০)
শিক্ষা
১. কাফেররা কখনো ইমানদারদের ভালো অবস্থা সহ্য করতে পারে না। শুধু কাফের নয়, বরং অনেক মন্দ স্বভাবের লোক ইমানদারদের ভালো অবস্থা দেখতে পারে না। তবে মন্দ অবস্থা এলে তারা খুব খুশি হয়।
২. কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হলে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাজির হওয়া। অন্য আয়াতে এসেছে, যখন কোনো বিপদ বা মুসিবত আসে তখন ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর আশ্রয় গ্রহণ করা।
৩. ধৈর্য ধারণ করলে এবং তাকওয়া অবলম্বন করলে সমস্ত শয়তানি শক্তিও কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।
৪. দুনিয়ায় আল্লাহ কাফেরদের জন্য ছাড় দিয়েছেন। তারা যেসব অপকর্ম করে আল্লাহ সবকিছুর হিসাব রাখেন। পরকালে প্রতিটি মন্দ কর্মের শাস্তি ভোগ করবে তারা।
What's Your Reaction?