নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে উপজেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হাতে বিভিন্ন প্ল্যার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের কর্মী-সমর্থকরা। সমাবেশে সভাপতিত্ব করেন রবিউল আলম বুলেট। এতে রবিউল আলম বুলেট ছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, মাহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল বিশ্বাস এবং সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলমসহ অন্যরা। সমাবেশে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপজেলার সিংহভাগ মানুষ মহাদেবপুর উপজেলা থেকে এমপি দেখতে চান। বিপদের সময় ধানের শীষের প্রার্থী গা ঢাকা দি

নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে উপজেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় হাতে বিভিন্ন প্ল্যার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের কর্মী-সমর্থকরা। সমাবেশে সভাপতিত্ব করেন রবিউল আলম বুলেট।

এতে রবিউল আলম বুলেট ছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, মাহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল বিশ্বাস এবং সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলমসহ অন্যরা। সমাবেশে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপজেলার সিংহভাগ মানুষ মহাদেবপুর উপজেলা থেকে এমপি দেখতে চান। বিপদের সময় ধানের শীষের প্রার্থী গা ঢাকা দিয়েছিলেন। তারা এখন দলের জন্য মায়া কান্না করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করা হচ্ছে। অন্যথায় এ আসনটি বিএনপির জন্য ভরাডুবি হতে পারে।

রবিউল আলম বুলেট বলেন, রাতে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছে। এতো কিছুর পরও কী পরীক্ষা দিতে হবে। আর কত জেল-হাজতবাস করলে নেতাদের আগলে রাখলে বিপদ আপদে পাশে থাকলে মনোনয়ন পাবো? কত আন্দোলন সংগ্রাম করেছি মহাদেবপুর উপজেলার পিচঢালা পথ ও ইট পাথরের ঘরবাড়ি বলতে পারবে।

তিনি আরও বলেন, অন্য কারো জন্য ধানের শীষের ভোট চাইতে জনগণের কাছে গেলে তারা মুখ ফিরিয়ে নেবে কিনা তা নিয়ে সন্দেহ হয়। আমার জন্য না হলেও উপজেলাবাসীর মুখের দিকে তাকিয়ে সদয় হয়ে তাদের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আপনার (তারেক রহমান) সুদৃষ্টি কামনা করছি।

রবিউল আলম বুলেট বলেন, আমরা কখনো দল ছেড়ে যাইনি। গত ১৭ বছর অন্যায়-নির্যাতন সহ্য করে দলের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। বিএনপির সুনিশ্চিত বিজয়কে যারা ভূলুণ্ঠিত করতে চায় তাদের প্রতিহত করা হবে।

আরমান হোসেন রুমন/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow