নগরকান্দায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
ফরিদপুরের নগরকান্দায় ৬ হাজার ৯৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র্যাব-১০। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র্যাব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলো, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)। আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুরের নগরকান্দায় ৬ হাজার ৯৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র্যাব-১০। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র্যাব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?