নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি নড়াইল সদর থানার তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে। রবিবার (৪ জানুয়ারি) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে সিংগাশোলপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই সাব্বির শেখ ও এএসআই আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে নড়াইল সদর থানার সিংগাশোলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তারাপুর গ্রামস্থ জনৈক আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে কামাল মোল্যাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি নড়াইল সদর থানার তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে। রবিবার (৪ জানুয়ারি) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে সিংগাশোলপুর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই সাব্বির শেখ ও এএসআই আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে নড়াইল সদর থানার সিংগাশোলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তারাপুর গ্রামস্থ জনৈক আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে কামাল মোল্যাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow