নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে, গুজন নাকি সত্যি?

বিয়ের এক বছরও পেরোয়নি, তার আগেই আলোচনায় উঠে এলেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। তবে কি সংসারে আসতে চলেছে নতুন অতিথি? একসময় যে গুঞ্জন চুপিসারে মিলিয়ে গিয়েছিল, তা এবার আরও জোরালো হয়ে ফিরে এসেছে। নীরবতা ভেঙে কি সুখবর দিতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই আলোচিত তারকাদম্পতি? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদাদা হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে একগাল হেসে নাগার্জুনা বলেন, ‘সময়মতো ঠিক জানাব’।  এই জল্পনায় সিলমোহর না দিলেও তা অস্বীকার করেননি নাগার্জুনা। আর তার এই অভিব্যক্তি থেকেই সকলে ধারণা করছেন, সত্যিই ঘরে নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে। এরপরই রীতিমতো তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।  এদিকে সম্প্রতি নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে আড়ম্বরহীন বিয়ে সেরেছেন সামান্থা। সামান্থা এই সুখবর দিতে না দিতেই এবার আরও এক সুখবর দিতে চলেছেন নাগা এমনটাই মনে করা হচ্ছে।  উল্লেখ্য,

নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে, গুজন নাকি সত্যি?

বিয়ের এক বছরও পেরোয়নি, তার আগেই আলোচনায় উঠে এলেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। তবে কি সংসারে আসতে চলেছে নতুন অতিথি? একসময় যে গুঞ্জন চুপিসারে মিলিয়ে গিয়েছিল, তা এবার আরও জোরালো হয়ে ফিরে এসেছে। নীরবতা ভেঙে কি সুখবর দিতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই আলোচিত তারকাদম্পতি?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদাদা হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে একগাল হেসে নাগার্জুনা বলেন, ‘সময়মতো ঠিক জানাব’। 

এই জল্পনায় সিলমোহর না দিলেও তা অস্বীকার করেননি নাগার্জুনা। আর তার এই অভিব্যক্তি থেকেই সকলে ধারণা করছেন, সত্যিই ঘরে নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে। এরপরই রীতিমতো তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। 

এদিকে সম্প্রতি নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে আড়ম্বরহীন বিয়ে সেরেছেন সামান্থা। সামান্থা এই সুখবর দিতে না দিতেই এবার আরও এক সুখবর দিতে চলেছেন নাগা এমনটাই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১০ সালে একসঙ্গে একটি ছবি করতে গিয়ে শুটিং ফ্লোরে আলাপ নাগা ও সামান্থার। ২০১৭ সালে দু’জনের চারহাত এক হয়। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালে নাগা ও সামান্থার বিবাহ বিচ্ছেদ হয়। 

এরপর ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতার সঙ্গে তার সম্পর্কের কথা। ২০২৪ সালে গাঁটছড়া বাঁধেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow