নতুন পে-স্কেল নিয়ে বিপাকে টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগকে যৌক্তিক হলেও এর অতিরিক্ত চাপ বহনের অর্থনৈতিক সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করা এবং জনগণকে সহজে সেবা প্রদান করতে জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা জরুরি। সঙ্গে সঙ্গে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে টিআইবি সতর্ক করেছে, অন্যথায় নতুন পে-স্কেল ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির হাতিয়ারে পরিণত হতে পারে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগকে যৌক্তিক হলেও এর অতিরিক্ত চাপ বহনের অর্থনৈতিক সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করা এবং জনগণকে সহজে সেবা প্রদান করতে জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা জরুরি।
সঙ্গে সঙ্গে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে টিআইবি সতর্ক করেছে, অন্যথায় নতুন পে-স্কেল ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির হাতিয়ারে পরিণত হতে পারে।
What's Your Reaction?