নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

আগামী জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।  মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্যপদে রাজস্ব খাতে নিয়ো

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

আগামী জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্যপদে রাজস্ব খাতে নিয়োগ, ব্লক পোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা অনুযায়ী সব সরকারি দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।’ 

এসময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

সংবাদ সম্মেলনে মো. সেলিম ভূঞা, মো. রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসনে শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow