নতুন লুকে রণবীরকে যা বললেন দীপিকা

বলিউডে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের গল্প যেন রূপকথার মতো। পর্দার বাইরে থেকেও তাদের সম্পর্কের রসায়ন আলো কাড়ে অন্তর্জালের প্রতিটি কোণ থেকে। সম্প্রতি স্বামীর নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে যেন আর নিজেকে সামলাতে পারেননি দীপিকা। এক মন্তব্যেই ভক্তদের হৃদয়ে ঝড় তুলে দিয়েছেন বলিউড এই সুন্দরী।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীপিকার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে রণবীরের এক ছবির নিচে তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'।  ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা। ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।  এই 'ধুরন্ধর' অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার সেরা সময় এখনও পার

নতুন লুকে রণবীরকে যা বললেন দীপিকা

বলিউডে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের গল্প যেন রূপকথার মতো। পর্দার বাইরে থেকেও তাদের সম্পর্কের রসায়ন আলো কাড়ে অন্তর্জালের প্রতিটি কোণ থেকে। সম্প্রতি স্বামীর নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে যেন আর নিজেকে সামলাতে পারেননি দীপিকা। এক মন্তব্যেই ভক্তদের হৃদয়ে ঝড় তুলে দিয়েছেন বলিউড এই সুন্দরী। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীপিকার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে রণবীরের এক ছবির নিচে তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'। 
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি। 

এই 'ধুরন্ধর' অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার সেরা সময় এখনও পার করছেন দীপিকা-রণবীরের জুটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow