নদীর কিনারায় মিলল ২৩ কেজির কোরাল

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই ঘটনায় স্থানীয় জেলে ও বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারে মাছটি নিয়ে এলে একজন বেপারি ১৭ হাজার টাকায় তা কিনে নেন। এর আগে বিকেল তিনটার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মাছটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন নামে একজন জেলে নদীর কিনারে ভেসে ওঠা সাদা কিছু দেখতে পান। কাছে গিয়ে তিনি বিশাল আকৃতির কোরাল মাছটি শনাক্ত করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন। পরবর্তীতে বড় ভাই সিরাজের সহায়তায় কোরাল মাছটি কাঁধে বহন করে স্থানীয় বাজারে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।  পরে নিলামের মাধ্যমে মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। মাছটির কেজিপ্রতি মূল্য নির্ধারণ হয় ৭৫০ টাকা। জেলে আনোয়ার হোসেন বলেন, অভাবের সময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে জাল ছাড়াই এমন বড় একটি মাছ পেয়েছি। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক। তার বড় ভাই

নদীর কিনারায় মিলল ২৩ কেজির কোরাল

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই ঘটনায় স্থানীয় জেলে ও বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারে মাছটি নিয়ে এলে একজন বেপারি ১৭ হাজার টাকায় তা কিনে নেন।

এর আগে বিকেল তিনটার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন নামে একজন জেলে নদীর কিনারে ভেসে ওঠা সাদা কিছু দেখতে পান। কাছে গিয়ে তিনি বিশাল আকৃতির কোরাল মাছটি শনাক্ত করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন। পরবর্তীতে বড় ভাই সিরাজের সহায়তায় কোরাল মাছটি কাঁধে বহন করে স্থানীয় বাজারে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়। 

পরে নিলামের মাধ্যমে মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। মাছটির কেজিপ্রতি মূল্য নির্ধারণ হয় ৭৫০ টাকা।

জেলে আনোয়ার হোসেন বলেন, অভাবের সময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে জাল ছাড়াই এমন বড় একটি মাছ পেয়েছি। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।

তার বড় ভাই সিরাজ বলেন, এত বড় কোরাল মাছ জীবনে খুব কমই দেখেছি। মাছটি বাজারে নিয়ে এলে মানুষ অবাক হয়ে ভিড় জমায়।

স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের মতে, মেঘনা নদীর গভীরতা ও প্রাকৃতিক পরিবেশ বড় মাছের বিচরণক্ষেত্র হিসেবে অনুকূল হওয়ায় এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটলেও তা খুবই বিরল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow