নন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের পাঁচটি খড়ের পালা

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষকের পাঁচটি খড়ের পালা পুড়ে ছাই হয়েছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ওই কৃষকদের। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা মধ্যপাড়ার আমিনুল ইসলামের ১৭ বিঘা জমির তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৭ বিঘা জমির খড় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে তাঁর আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একই পাড়ার মোকসেদ আলীর একটি খড়ের পালায় ও ইসমাইল হোসেনের একটি পালায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে তাদের ৫০ হাজার টাকার ক্ষতি হয়। ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, আমরা জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের আসতে আসতে খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এখন গরুগুলোকে কি খাওয়াবো? আমার আনুমানিক এক লক্ষ টাকা এবং মোকসেদ আলীর ও ইসমাইল হোসেনের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমা

নন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের পাঁচটি খড়ের পালা

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষকের পাঁচটি খড়ের পালা পুড়ে ছাই হয়েছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ওই কৃষকদের। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা মধ্যপাড়ার আমিনুল ইসলামের ১৭ বিঘা জমির তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৭ বিঘা জমির খড় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে তাঁর আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একই পাড়ার মোকসেদ আলীর একটি খড়ের পালায় ও ইসমাইল হোসেনের একটি পালায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে তাদের ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, আমরা জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের আসতে আসতে খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এখন গরুগুলোকে কি খাওয়াবো? আমার আনুমানিক এক লক্ষ টাকা এবং মোকসেদ আলীর ও ইসমাইল হোসেনের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমারু বলেন, বিষয়টি আমার জানা নাই। কেউ আভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow