নবম পে-স্কেলের দাবি সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন

গণকর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের সাত দফার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রদান এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের এক দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং সরকারি উদ্যোগের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেছ আলীর সভাপতিত্বে এই দাবি জানানো হয়।উক্ত দাবি আদায়ে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মোঃ লুৎফর রহমান, সালজার রহমান, এমএ হান্নান, সেলিম মিয়া, ইছাহাক কবির, রফিকুল আলম, আবু নাসের খান, জিয়াউল হক, জাকির হোসেন, এ কেএম নুরুজ্জামান, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, খায়ের আহমেদ মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হোসেন তালুকদার, হুমায়ুন কবির, আসাদুর রহমান, সাবেরা সুলতানা, গিয়াস উদ্দিন, ফারুক মৃধা, জাহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসে

নবম পে-স্কেলের দাবি সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন

গণকর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের সাত দফার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রদান এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের এক দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং সরকারি উদ্যোগের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেছ আলীর সভাপতিত্বে এই দাবি জানানো হয়।

উক্ত দাবি আদায়ে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মোঃ লুৎফর রহমান, সালজার রহমান, এমএ হান্নান, সেলিম মিয়া, ইছাহাক কবির, রফিকুল আলম, আবু নাসের খান, জিয়াউল হক, জাকির হোসেন, এ কেএম নুরুজ্জামান, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, খায়ের আহমেদ মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হোসেন তালুকদার, হুমায়ুন কবির, আসাদুর রহমান, সাবেরা সুলতানা, গিয়াস উদ্দিন, ফারুক মৃধা, জাহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন খন্দকার, আসফাকুল আসেকীন, শাহজাহান সিরাজ, মনির হোসেন, আরিফুল ইসলাম, সারোয়ার তালুকদার, সেলিম রেজা, খাদিজা খানম ছাড়াও প্রজাতন্ত্রের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সেক্টর, কর্পোরেশনের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পে-স্কেলের আওতাভুক্ত লক্ষ লক্ষ কর্মচারীর বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার বিষয় নিয়ে সাত দফার ভিত্তিতে এক দফা দাবি আদায়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা শহীদ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ওসমান হাদী সব সময় বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অকুতোভয় ছিলেন। তিনি জীবন দিয়ে গেছেন কিন্তু তার স্বপ্ন থেকে বিচ্যুত হননি। আমরাও তার মতো বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবো। দোয়া মোনাজাত শেষে দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করার কথা থাকলেও শহীদ শরীফ ওসমান হাদীর সম্মানে ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে আজ কর্মসূচি ঘোষণা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

আগামী ২৬/১২/২০২৫ রোজ শুক্রবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের পক্ষ থেকে ১লা জানুয়ারি হতে পে-স্কেল বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow