নবান্নে পাঁচশিরা বাজারে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে জমজমাট মাছের মেলা বসেছে, যা গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী রঙিন উৎসবগুলোর মধ্যে অন্যতম। বাংলা পঞ্জিকা অনুসারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর অগ্রহায়ণের প্রথম সপ্তাহে বসে এই মাছের মেলা। মঙ্গলবার (১৮ নভেম্বর) পাঁচশিরা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ঐতিহ্যবাহী এই মেলা থেকে সেরা মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যান জামাইরা। তাই এই মেলাকে জামাই মেলাও বলা হয়। প্রতিবছরের মতো এই দিনের যেন অপেক্ষায় থাকেন এই উপজেলাসহ আশপাশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। পৌর এলাকার পাঁচশিরা বাজারে দিনব্যাপী মাছের মেলায় বেচাকেনার এমন উৎসব হাক-ডাক ও দরকষাকষি চলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। ভোর থেকে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। কালাই উপজেলা হারুঞ্জ গ্রামের জামাই আব্দুল মজিদ জানান, আত্মীয়তার মেলবন্ধন অটুট রাখতে জামাইরা প্রতিযোগিতা করে। মেলা থেকে বেশি ওজন ও বেশি দামের মাছ শ্বশুর বাড়িতে নিয়ে যান। সরেজমিনে দেখা যায়, ক্রেতা বিক্রেতাদের ঢলে মেলাটি পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমান। মেলায় শতাধিক মাছের দোকানে সাজানো দ

নবান্নে পাঁচশিরা বাজারে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে জমজমাট মাছের মেলা বসেছে, যা গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী রঙিন উৎসবগুলোর মধ্যে অন্যতম। বাংলা পঞ্জিকা অনুসারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর অগ্রহায়ণের প্রথম সপ্তাহে বসে এই মাছের মেলা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পাঁচশিরা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ঐতিহ্যবাহী এই মেলা থেকে সেরা মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যান জামাইরা। তাই এই মেলাকে জামাই মেলাও বলা হয়। প্রতিবছরের মতো এই দিনের যেন অপেক্ষায় থাকেন এই উপজেলাসহ আশপাশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। পৌর এলাকার পাঁচশিরা বাজারে দিনব্যাপী মাছের মেলায় বেচাকেনার এমন উৎসব হাক-ডাক ও দরকষাকষি চলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। ভোর থেকে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ।

কালাই উপজেলা হারুঞ্জ গ্রামের জামাই আব্দুল মজিদ জানান, আত্মীয়তার মেলবন্ধন অটুট রাখতে জামাইরা প্রতিযোগিতা করে। মেলা থেকে বেশি ওজন ও বেশি দামের মাছ শ্বশুর বাড়িতে নিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, ক্রেতা বিক্রেতাদের ঢলে মেলাটি পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমান। মেলায় শতাধিক মাছের দোকানে সাজানো দেশি রুই-কাতলা, মৃগেল, চিতল, বোয়াল, সিলভার কার্প, ব্রি গ্রেট, আইরসহ নানা ধরনের মাছ।

পাঁচশিরা বাজার মৎস্য ব্যবসায়ী সভাপতি ও মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, এ মেলাই জয়পুরহাটসহ পার্শ্ববর্তী জেলা নওগাঁ, বগুড়া, রাজশাহীসহ আরও অনেক জেলা থেকে মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রির উদ্দেশ্যে আসে। এবারে সর্বোচ্চ ২০ থেকে ২২ কেজি ওজনের মাছ বেচা কিনা হচ্ছে। প্রতি কেজির ৩৫০ থেকে হাজার টাকা পর্যন্ত এবং আইর বোয়াল ও চিতল মাছ প্রতি কেজি থেকে ৪০০ থেকে ১১০০ টাকা বিক্রি হচ্ছে।

আরেক মাছ ব্যবসায়ী আবুল হোসেন জানান, মাঝারি আকারের মাছ গত বছরের মতো এবারও ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেচাকেনা কিছুটা কম হলেও ক্রেতা সমাগম হওয়ায় বেচাকেনা ও উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে।

মেলা প্রসঙ্গে কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান, মৎস্যচাষিদের এই ধরনের উদ্যোগকে আমরা সব সময় সাধুবাদ জানাই। এ অঞ্চলের মানুষের আমিষের চাহিদা পূরণে আমরা এ ধরনের মেলার মাধ্যমে মৎস্যজীবীদের উৎসাহিত করে থাকি।

এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow