নবীনগরে মনোনয়নবঞ্চিত ৭ প্রার্থী একমঞ্চে, চাইলেন রিভিউ
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ‘অযোগ্য’ আখ্যায়িত করে তা রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত সাত প্রার্থী। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান। সমাবেশে মনোনয়নবঞ্চিতরা ছাড়াও উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক রিভিউ চিহ্ন দেখিয়ে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান। নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কে এম মামুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা রাজীব আহসান চৌধুরী ও সায়েদুল হক সাঈদ। আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এএসএম
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ‘অযোগ্য’ আখ্যায়িত করে তা রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত সাত প্রার্থী।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান। সমাবেশে মনোনয়নবঞ্চিতরা ছাড়াও উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক রিভিউ চিহ্ন দেখিয়ে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান।
নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কে এম মামুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা রাজীব আহসান চৌধুরী ও সায়েদুল হক সাঈদ।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এএসএম
What's Your Reaction?