নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান। এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর এলাকায় অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজি

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর এলাকায় অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি ও মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর থানার মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow