নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান কেন্দুয়াব গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পাওয়ারলুমের নিরাপত্তাকর্মী ছিলেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এমরান বাড়ির পাশের মোস্তফার মালিকানাধীন একটি পাওয়ারলুমে নাইট গার্ডের চাকরি করতেন। রাত ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলুমের ভেতর থেকে বাইরে বের হন। এরপর তিনি কাজে ফেরেননি। ভোর আনুমানিক ৫টার দিকে সিফাত নামে অপর এক শ্রমিক বাইরে বের হলে পাওয়ারলুমের সামনে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর কামাল নামে এক বন্ধু এই হত্যাকাণ্ডের জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও সে গভীর রাতে এসে আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে যাওয়ার কথা ছিল। স

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমরান কেন্দুয়াব গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পাওয়ারলুমের নিরাপত্তাকর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এমরান বাড়ির পাশের মোস্তফার মালিকানাধীন একটি পাওয়ারলুমে নাইট গার্ডের চাকরি করতেন। রাত ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলুমের ভেতর থেকে বাইরে বের হন। এরপর তিনি কাজে ফেরেননি। ভোর আনুমানিক ৫টার দিকে সিফাত নামে অপর এক শ্রমিক বাইরে বের হলে পাওয়ারলুমের সামনে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর কামাল নামে এক বন্ধু এই হত্যাকাণ্ডের জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও সে গভীর রাতে এসে আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে যাওয়ার কথা ছিল। সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত এমরান পাওয়ারলুমে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাইরে আসার পর দুর্বৃত্তরা তার মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সঞ্জিত সাহা/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow