নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নরসিংদী জেলাকে একটি নিরাপদ, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল্লাহ্ আল ফারুক। নরসিংদীকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। জেলার আইন-শৃঙ্খলার উন্নতি লক্ষ্যে পুলিশ সুপার জানান, সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা জেলা পুলিশের আইন-শৃঙ্খলার উন্নয়নে বড় ধরনের সহায়তা করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, পুলিশের কাজে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনও প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নরসিংদী জেলাকে একটি নিরাপদ, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল্লাহ্ আল ফারুক। নরসিংদীকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

জেলার আইন-শৃঙ্খলার উন্নতি লক্ষ্যে পুলিশ সুপার জানান, সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা জেলা পুলিশের আইন-শৃঙ্খলার উন্নয়নে বড় ধরনের সহায়তা করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, পুলিশের কাজে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে।

তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনও প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।

মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: কল্লিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার, ডিএসবির ডি.আই.ও -১, সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত এই পুলিশ সুপার এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow