নরসিংদী -৩ শিবপুর আসন বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ত্যাগী নেতা মনজুর এলাহী

নরসিংদী-৩ (শিবপুর) আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন দলের ত্যাগী নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। বিষয়টি মনজুর এলাহী নিজেই নিশ্চিত করেছেন। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলের শীর্ষ নেতাদেরকে যারা আমার প্রতি আস্থা রেখে নরসিংদী -৩ শিবপুর আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে, আমি শিবপুরের সকল জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আসনটি উপহার দিব। এবং এলাকার সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারে রাজপথে থাকার অঙ্গীকার করেন। দলের এই সিদ্ধান্তে নরসিংদী-৩ (শিবপুর) আসনে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় তার সমর্থকরা দোয়া ও মিষ্টি বিতরণ করছেন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। ত

নরসিংদী -৩ শিবপুর আসন বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ত্যাগী নেতা মনজুর এলাহী

নরসিংদী-৩ (শিবপুর) আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন দলের ত্যাগী নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। বিষয়টি মনজুর এলাহী নিজেই নিশ্চিত করেছেন।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলের শীর্ষ নেতাদেরকে যারা আমার প্রতি আস্থা রেখে নরসিংদী -৩ শিবপুর আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে, আমি শিবপুরের সকল জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আসনটি উপহার দিব। এবং এলাকার সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারে রাজপথে থাকার অঙ্গীকার করেন।

দলের এই সিদ্ধান্তে নরসিংদী-৩ (শিবপুর) আসনে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় তার সমর্থকরা দোয়া ও মিষ্টি বিতরণ করছেন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। তিনি তার নিজ নির্বাচনী এলাকার সকল ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow