নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, চলছে পরীক্ষা-নিরীক্ষা। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে কদলপুরের দক্ষিণ জয়নগর এলাকায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে শিশু পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মেজবাহ। সে ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, চলছে পরীক্ষা-নিরীক্ষা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে কদলপুরের দক্ষিণ জয়নগর এলাকায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে শিশু পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মেজবাহ। সে ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
What's Your Reaction?