নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

পাকিস্তান ভ্রমণে নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাওয়ায় পাকিস্তানের বিষয়ে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়েছে, অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তানকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ স্তরটি উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। এ ধরনের সতর্কবার্তা জারি করা অঞ্চলে যে কোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবন হতে পারে। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল-৪: ডু নট ট্রাভেল (ভ্রমণ করবেন না) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটিকে সর্বোচ্চ সতর্কতার স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, লেভেল-৪ এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের
পাকিস্তান ভ্রমণে নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাওয়ায় পাকিস্তানের বিষয়ে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়েছে, অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তানকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ স্তরটি উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। এ ধরনের সতর্কবার্তা জারি করা অঞ্চলে যে কোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবন হতে পারে। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল-৪: ডু নট ট্রাভেল (ভ্রমণ করবেন না) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটিকে সর্বোচ্চ সতর্কতার স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, লেভেল-৪ এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। সেখানে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে। পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, লেভেল-৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির নির্দেশনা দেয়। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে ভ্রমণ পরিকল্পনা নতুন করে বিবেচনার পরামর্শ দেওয়া হয়। আর লেভেল-৪ হলো সর্বোচ্চ সতর্কতা। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow