নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

যশোর-৪ আসনে নির্বাচনী মাঠে নাটকীয় মোড়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পারায় নির্বাচন থেকে কার্যত ছিটকে পড়া গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গাজী অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে নির্বাচনী দৌড়ে ফিরেছেন।  উচ্চ আদালতের সেই আদেশ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা দুইটার দিকে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে। জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি জমা দিতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে প্রশ্ন উঠলেও কোনো প্রতিকার না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণে স্পষ্ট নির্দেশ দিয়ে আদেশ জারি করেন। উচ্চ আদালতের সেই আদেশ কার্যকর করে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। আদালতের আদেশের কপি সংযুক্ত করে মনোনয়

নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

যশোর-৪ আসনে নির্বাচনী মাঠে নাটকীয় মোড়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পারায় নির্বাচন থেকে কার্যত ছিটকে পড়া গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গাজী অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে নির্বাচনী দৌড়ে ফিরেছেন। 

উচ্চ আদালতের সেই আদেশ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা দুইটার দিকে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি জমা দিতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে প্রশ্ন উঠলেও কোনো প্রতিকার না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণে স্পষ্ট নির্দেশ দিয়ে আদেশ জারি করেন।

উচ্চ আদালতের সেই আদেশ কার্যকর করে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। আদালতের আদেশের কপি সংযুক্ত করে মনোনয়নপত্র গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এটিকে আইনের শাসনের বিজয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিতের নজির হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উচ্চ আদালতের এই আদেশ শুধু একজন প্রার্থীর জন্য নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আইনি অধিকার ও ন্যায়বিচারের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। শেষ মুহূর্তে এই অন্তর্ভুক্তি যশোর-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow