নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই দন্ডাদেশ প্রদান করেন। সুত্রে জানা গেছে, উপজেলার গেরাপঁচা গ্রামের জনৈক দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা ও সেবন করা হচ্ছে। এমন গোপন খবরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরানকে (২৫) হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই দন্ডাদেশ প্রদান করেন।

সুত্রে জানা গেছে, উপজেলার গেরাপঁচা গ্রামের জনৈক দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা ও সেবন করা হচ্ছে। এমন গোপন খবরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরানকে (২৫) হাতেনাতে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow