নাসিরের বিধ্বংসী ব্যাটিং, আবারও হারলো নোয়াখালী

তলানীর দুই দলের মুখোমুখি লড়াই। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস আগে অন্তত একটি ম্যাচ জিতেছিলো। নোয়াখালী এক্সপ্রেস একটি ম্যাচও জেতেনি। আজ দলটির সামনে ছিল প্রথম ম্যাচ জয়ের সুযোগ। কিন্তু এবারও পারলো না তারা। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে আবারও পরাজয়ের বৃত্তে আটকে থাকলো তারা। নোয়াখালী এক্সপ্রেসকে টানা ৫ম হারের স্বাদ দিলো ঢাকা ক্যাপিটালস। হারালো ৭ উইকেটের বিশাল ব্যবধানে। নোয়াখালীর করা ১৩৩ রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারে (৩৫ বল হাতে রেখে) জয় তুলে নিলো ঢাকা। ৫০ বলে ৯০ রান করে অপরাজিত থাকলেন নাসির হোসেন। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপদে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। শূন্য রানে রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যান। দলীয় ১৪ রানের মাথায় ফিরে যান আবদুল্লাহ আল মামুন। এরপরই মাঠে নেমে ঝড় তুলতে শুরু করেন নাসির হোসেন। যে কারণে ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। ৫ ম্যাচ শেসে ২ জয়ে এখন ঢাকার পয়েন্ট ৪। অন্যদিকে একটি ম্যাচও না জেতা নোয়াখালীর পয়েন্ট শূন্য এবং তারা রয়েছে টেবিলের একেবারে তলানীতে। আইএইচএস/

নাসিরের বিধ্বংসী ব্যাটিং, আবারও হারলো নোয়াখালী

তলানীর দুই দলের মুখোমুখি লড়াই। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস আগে অন্তত একটি ম্যাচ জিতেছিলো। নোয়াখালী এক্সপ্রেস একটি ম্যাচও জেতেনি। আজ দলটির সামনে ছিল প্রথম ম্যাচ জয়ের সুযোগ। কিন্তু এবারও পারলো না তারা। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে আবারও পরাজয়ের বৃত্তে আটকে থাকলো তারা।

নোয়াখালী এক্সপ্রেসকে টানা ৫ম হারের স্বাদ দিলো ঢাকা ক্যাপিটালস। হারালো ৭ উইকেটের বিশাল ব্যবধানে। নোয়াখালীর করা ১৩৩ রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারে (৩৫ বল হাতে রেখে) জয় তুলে নিলো ঢাকা। ৫০ বলে ৯০ রান করে অপরাজিত থাকলেন নাসির হোসেন।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপদে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। শূন্য রানে রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যান। দলীয় ১৪ রানের মাথায় ফিরে যান আবদুল্লাহ আল মামুন। এরপরই মাঠে নেমে ঝড় তুলতে শুরু করেন নাসির হোসেন। যে কারণে ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।

৫ ম্যাচ শেসে ২ জয়ে এখন ঢাকার পয়েন্ট ৪। অন্যদিকে একটি ম্যাচও না জেতা নোয়াখালীর পয়েন্ট শূন্য এবং তারা রয়েছে টেবিলের একেবারে তলানীতে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow