নায়ক সোহেল রানার ‘রহস্যজনক’ পোস্ট ভাইরাল
জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে সক্রিয় থাকতে দেখা যায়। এতে মাঝেমধ্যেই তিনি লেখালেখি করে থাকেন। এবার তিনি একটা ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরাল। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৪২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি।’ ওই পোস্টটিতে ইতোমধ্যে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ৬ হাজার ৩০০ লোক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। কমেন্টস পড়েছে ৮২৯টি। এ ছাড়া পোস্টটি ২৭৬টি শেয়ার হয়েছে। সোহেল রানা একজন ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের পর তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে সক্রিয় থাকতে দেখা যায়। এতে মাঝেমধ্যেই তিনি লেখালেখি করে থাকেন। এবার তিনি একটা ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরাল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৪২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি।’
ওই পোস্টটিতে ইতোমধ্যে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ৬ হাজার ৩০০ লোক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। কমেন্টস পড়েছে ৮২৯টি। এ ছাড়া পোস্টটি ২৭৬টি শেয়ার হয়েছে।
সোহেল রানা একজন ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের পর তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।
What's Your Reaction?