নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র কুটিল খলনায়িকা ‘মিশকা সেন’কে মনে আছে? সেই চরিত্র দিয়ে দর্শকদের হাড়হিম করা উত্তেজনা উপহার দিয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মা হওয়ার কারণে গত ছয় মাস পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরলেন এই অভিনেত্রী। তবে ফিরেই তিনি জানালেন, নায়িকা হওয়ার কোনো লোভ তার নেই। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই কাজে যোগ দিয়েছেন অহনা। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো মুক্তি পেয়েছে। প্রোমো দেখার পর দর্শকদের মনে প্রশ্ন জেগেছে—এবারও কি তাকে নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে? চরিত্র নিয়ে এখনই সব খোলাসা করতে চাননি অভিনেত্রী। অহনা বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’ তবে অভিনয়ে ফিরলেও তিনি যে প্রধান চরিত্র বা নায়িকা হওয়ার জন্য মরিয়া নন, তা স্পষ্ট করে দিয়েছেন। এর পেছনে অবশ্য বড় কারণ তার ছোট্ট মেয়ে। অহনা মনে করেন, নায়িকাদের ওপর কাজের অনেক চাপ থাকে, যা এই মুহূর্তে তার পক্

নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা
জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র কুটিল খলনায়িকা ‘মিশকা সেন’কে মনে আছে? সেই চরিত্র দিয়ে দর্শকদের হাড়হিম করা উত্তেজনা উপহার দিয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মা হওয়ার কারণে গত ছয় মাস পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরলেন এই অভিনেত্রী। তবে ফিরেই তিনি জানালেন, নায়িকা হওয়ার কোনো লোভ তার নেই। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই কাজে যোগ দিয়েছেন অহনা। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো মুক্তি পেয়েছে। প্রোমো দেখার পর দর্শকদের মনে প্রশ্ন জেগেছে—এবারও কি তাকে নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে? চরিত্র নিয়ে এখনই সব খোলাসা করতে চাননি অভিনেত্রী। অহনা বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’ তবে অভিনয়ে ফিরলেও তিনি যে প্রধান চরিত্র বা নায়িকা হওয়ার জন্য মরিয়া নন, তা স্পষ্ট করে দিয়েছেন। এর পেছনে অবশ্য বড় কারণ তার ছোট্ট মেয়ে। অহনা মনে করেন, নায়িকাদের ওপর কাজের অনেক চাপ থাকে, যা এই মুহূর্তে তার পক্ষে নেওয়া সম্ভব নয়। নিজের অবস্থান পরিষ্কার করে অহনা বলেন, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না, এমনটা কখনও ভাবিনি। তাছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও যোগ করেন, ‘নায়িকা হওয়ার লালসা আমার নেই। একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।’ পর্দার ‘মিশকা’ হিসেবে খ্যাতি পেলেও, বাস্তব জীবনে মেয়েকে সময় দেওয়া এবং অভিনয়ের প্রতি ভালোবাসা—এই দুয়ের ভারসাম্য বজায় রাখতেই নতুন এই যাত্রায় শামিল হয়েছেন অহনা দত্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow