না ফেরার দেশে ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার দুপুরে উত্তরার ১০ নম্বর সেক্টরের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা আজ বাদ আসর ময়মনসিংহের মুক্তাগাছায় তাঁর এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম মৃত্যু বরণ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার দুপুরে উত্তরার ১০ নম্বর সেক্টরের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা আজ বাদ আসর ময়মনসিংহের মুক্তাগাছায় তাঁর এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
What's Your Reaction?