নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

দীর্ঘ ২৯ বছর আগে নিখোঁজ হয়েছিলেন শরীফ আহমেদ। পরিবারের সবাই ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। কিন্তু প্রায় তিন দশক পর হঠাৎ করেই নিজের জন্মভূমি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ফিরে এসেছেন ৭৯ বছর বয়সী এই বৃদ্ধ। খবর এনডিটিভি মুজাফফরনগরের খাটাউলির বাসিন্দা শরীফ আহমেদ ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে পশ্চিমবঙ্গে চলে যান। এরপর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। বারবার খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে স্বজনেরা তাকে মৃত বলে মেনে নেন। হঠাৎ গত ২৯ ডিসেম্বর তিনি পৈতৃক বাড়িতে ফিরে এলে পরিবারে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাতিজা ওয়াসিম আহমেদ জানান, এত বছর পর তাকে জীবিত অবস্থায় দেখা পরিবারের জন্য অবিশ্বাস্য ও অনুভূতিপূর্ণ মুহূর্ত ছিল। মূলত পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেই শরীফ আহমেদ জন্মস্থানে ফিরে আসেন। ফিরে এসে তিনি জানতে পারেন, এই দীর্ঘ সময়ে তার বাবা, ভাইসহ অনেক নিকটাত্মীয় মারা গেছেন। পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর পর শরীফ আহমেদ আবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ফিরে গেছেন। সেখানেই তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস ক

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 
দীর্ঘ ২৯ বছর আগে নিখোঁজ হয়েছিলেন শরীফ আহমেদ। পরিবারের সবাই ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। কিন্তু প্রায় তিন দশক পর হঠাৎ করেই নিজের জন্মভূমি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ফিরে এসেছেন ৭৯ বছর বয়সী এই বৃদ্ধ। খবর এনডিটিভি মুজাফফরনগরের খাটাউলির বাসিন্দা শরীফ আহমেদ ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে পশ্চিমবঙ্গে চলে যান। এরপর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। বারবার খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে স্বজনেরা তাকে মৃত বলে মেনে নেন। হঠাৎ গত ২৯ ডিসেম্বর তিনি পৈতৃক বাড়িতে ফিরে এলে পরিবারে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাতিজা ওয়াসিম আহমেদ জানান, এত বছর পর তাকে জীবিত অবস্থায় দেখা পরিবারের জন্য অবিশ্বাস্য ও অনুভূতিপূর্ণ মুহূর্ত ছিল। মূলত পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেই শরীফ আহমেদ জন্মস্থানে ফিরে আসেন। ফিরে এসে তিনি জানতে পারেন, এই দীর্ঘ সময়ে তার বাবা, ভাইসহ অনেক নিকটাত্মীয় মারা গেছেন। পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর পর শরীফ আহমেদ আবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ফিরে গেছেন। সেখানেই তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow