নিজেই রান আউট করলেন নিজেকে!

মাঠ হোক কিংবা মাঠের বাইরে, বিতর্কিত ঘটনায় পাকিস্তানের নাম সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট মাঠেও এমনটা দেখা যায় হরহামেশাই। সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচেও।  শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩৭ রানে হেরেছে পাকিস্তান। তবে সেই ম্যাচে হার ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন পাক ক্রিকেটার আলী রাজা। নিজেই যে নিজেকে রান আউট করেন তিনি।  শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে এদিন। অদ্ভূত এই ঘটনা রীতিমতো ভাইরাল! নেটিজেনদের মধ্যেও চলছে তুমুল আলোচনা। পাকিস্তানের ক্রিকেটার বলেই তা সম্ভব বলে মন্তব্য করছেন অনেকে।  পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের ঘটনা। ৯ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল পাকিস্তান। ম্যাচটা হারা ছিল তাদের জন্য কেবলই সময়ের ব্যাপার। সেই সময়ে যে এমন অদ্ভুতভাবে আউট হওয়ার ঘটনা ঘটবে তা ভাবেননি কেউই।  ক্রিজে ছিলেন আলী রাজা ও মোমিন কমর। ওভারের তৃতীয় বলটি সোজা ফিল্ডারের হাতে মারেন আলী। রান নেওয়ার উদ্দেশে কয়েক পা এগোন তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা মোমিন অবশ্য বারণ করেন সিঙ্গেল নিতে। ফলে ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেন আলী। কিন্তু ইংল্যান্ড ফিল্ডারের থ্রো যাতে গায়ে না লাগে তার জ

নিজেই রান আউট করলেন নিজেকে!

মাঠ হোক কিংবা মাঠের বাইরে, বিতর্কিত ঘটনায় পাকিস্তানের নাম সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট মাঠেও এমনটা দেখা যায় হরহামেশাই। সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচেও। 

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩৭ রানে হেরেছে পাকিস্তান। তবে সেই ম্যাচে হার ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন পাক ক্রিকেটার আলী রাজা। নিজেই যে নিজেকে রান আউট করেন তিনি। 
শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে এদিন। অদ্ভূত এই ঘটনা রীতিমতো ভাইরাল! নেটিজেনদের মধ্যেও চলছে তুমুল আলোচনা। পাকিস্তানের ক্রিকেটার বলেই তা সম্ভব বলে মন্তব্য করছেন অনেকে। 

পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের ঘটনা। ৯ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল পাকিস্তান। ম্যাচটা হারা ছিল তাদের জন্য কেবলই সময়ের ব্যাপার। সেই সময়ে যে এমন অদ্ভুতভাবে আউট হওয়ার ঘটনা ঘটবে তা ভাবেননি কেউই। 

ক্রিজে ছিলেন আলী রাজা ও মোমিন কমর। ওভারের তৃতীয় বলটি সোজা ফিল্ডারের হাতে মারেন আলী। রান নেওয়ার উদ্দেশে কয়েক পা এগোন তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা মোমিন অবশ্য বারণ করেন সিঙ্গেল নিতে। ফলে ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেন আলী। কিন্তু ইংল্যান্ড ফিল্ডারের থ্রো যাতে গায়ে না লাগে তার জন্য ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন। আর সেই সুযোগে তাকে রান আউট করেন ইংলিশ কিপার থমাশ রিউ। নিজেই এভাবে নিজেকে রান আউট করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন আলী।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow