নিজের কোম্পানি বিক্রি করে দিলেন টিকটকার খাবি লামে

কথা না বলেই জটিল সব সমস্যার সহজ সমাধান দেখিয়ে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করেছেন ইতালীয় কনটেন্ট ক্রিয়েটর খাবি লামে। নিজের ব্র্যান্ড ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড তিনি হংকংভিত্তিক পাবলিক ট্রেডেড হোল্ডিং কোম্পানি রিচ স্পার্কল হোল্ডিংসের কাছে বিক্রি করেছেন। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাবি লামে প্রায় ৯৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৯১১ কোটি টাকা। পাবলিক এসইসি ফাইলিং অনুযায়ী, চুক্তিটি সম্পন্ন হবে রিচ স্পার্কলের ৭ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে। এর ফলে খাবি লামে প্রতিষ্ঠানটির একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডারে পরিণত হবেন। রিচ স্পার্কল হোল্ডিংসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাবি লামের বিপুল ফ্যানবেজ বাণিজ্যিকীকরণের মাধ্যমে বছরে ৪ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রির সম্ভাবনা রয়েছে। এসইসি তথ্য অনুযায়ী, অধিগ্রহণের আগে স্টেপ ডিস্টিংটিভ লিমিটেডের ৪৯ শতাংশ মালিকানা খাবি লামের হাতে ছিল। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও তার নেতৃত্বেই পরিচালিত হবে। চুক্তির অংশ হিসেবে,

নিজের কোম্পানি বিক্রি করে দিলেন টিকটকার খাবি লামে

কথা না বলেই জটিল সব সমস্যার সহজ সমাধান দেখিয়ে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করেছেন ইতালীয় কনটেন্ট ক্রিয়েটর খাবি লামে। নিজের ব্র্যান্ড ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড তিনি হংকংভিত্তিক পাবলিক ট্রেডেড হোল্ডিং কোম্পানি রিচ স্পার্কল হোল্ডিংসের কাছে বিক্রি করেছেন।

ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাবি লামে প্রায় ৯৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৯১১ কোটি টাকা।

পাবলিক এসইসি ফাইলিং অনুযায়ী, চুক্তিটি সম্পন্ন হবে রিচ স্পার্কলের ৭ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে। এর ফলে খাবি লামে প্রতিষ্ঠানটির একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডারে পরিণত হবেন।

রিচ স্পার্কল হোল্ডিংসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাবি লামের বিপুল ফ্যানবেজ বাণিজ্যিকীকরণের মাধ্যমে বছরে ৪ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রির সম্ভাবনা রয়েছে। এসইসি তথ্য অনুযায়ী, অধিগ্রহণের আগে স্টেপ ডিস্টিংটিভ লিমিটেডের ৪৯ শতাংশ মালিকানা খাবি লামের হাতে ছিল। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও তার নেতৃত্বেই পরিচালিত হবে।

চুক্তির অংশ হিসেবে, ক্রস-টাইম জোন লাইভস্ট্রিম ই-কমার্স কনটেন্ট তৈরির জন্য নতুন এআই ডিজিটাল ডেভেলপমেন্টে খাবি লামের ফেস আইডি, ভয়েস আইডি ও আচরণগত মডেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খাবি লামে একজন সেনেগাল-ইতালীয় টিকটক তারকা। তার জন্ম ২০০০ সালের ৯ মার্চ। শৈশবে সেনেগাল থেকে ইতালিতে পাড়ি জমান তিনি এবং ২০২২ সালে ইতালির নাগরিকত্ব লাভ করেন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় ইতালির চিভাসোতে কারখানার চাকরি হারানোর পর টিকটকে ভিডিও তৈরি শুরু করেন খাবি লামে। অল্প সময়ের মধ্যেই তার নীরব, কৌতুকপূর্ণ ভিডিও বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। বর্তমানে টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৬২ মিলিয়নের বেশি। ২০২২ সালের জুনে তিনি টিকটকের সর্বাধিক অনুসারীধারী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।

টিকটকে সাফল্যের পর অভিনয়েও অভিষেক করেছেন খাবি লামে। ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ (২০২৪)’ সিনেমায় অভিনয় করেছেন, টুবি সিরিজ ‘খাবি ইজ কামিং টু আমেরিকা’ শোয়েও অভিনয় করেছেন। এছাড়া ‘ইতালিয়াস’ গট ট্যালেন্ট’ শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালে ওয়েন্ডি থেম্বেলিহলে জুয়েলকে বিয়ে করেছিলেন খাবি লামে। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার আগেই ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় তাদের। তিনি ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ এবং ফরচুনের ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ স্বীকৃত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow