নিজের নতুন দলেই চ্যালেঞ্জের মুখে করবিন, হারালেন নেতৃত্বের নিয়ন্ত্রণ
ব্রিটিশ বাম রাজনীতির বর্ষীয়ান নেতা জেরেমি করবিন নিজের গড়া দল ইওর পার্টির নেতৃত্ব থেকে কার্যত উৎখাত হয়েছেন। রবিবার লিভারপুলে দলের প্রতিষ্ঠা সম্মেলনে সদস্যরা তার প্রস্তাবিত একক নেতৃত্ব কাঠামো প্রত্যাখ্যান করে সামষ্টিক নেতৃত্ব ব্যবস্থার পক্ষে ভোট দেন। ৫১.৬ বনাম ৪৮.৬ শতাংশের সামান্য ব্যবধান হলেও এটি করবিনের শিষ্য, কভেন্ট্রি সাউথের এমপি জারাহ সুলতানার বড় জয়ে পরিণত হয়েছে। ৭৬ বছর বয়সী করবিনের জন্য... বিস্তারিত
ব্রিটিশ বাম রাজনীতির বর্ষীয়ান নেতা জেরেমি করবিন নিজের গড়া দল ইওর পার্টির নেতৃত্ব থেকে কার্যত উৎখাত হয়েছেন। রবিবার লিভারপুলে দলের প্রতিষ্ঠা সম্মেলনে সদস্যরা তার প্রস্তাবিত একক নেতৃত্ব কাঠামো প্রত্যাখ্যান করে সামষ্টিক নেতৃত্ব ব্যবস্থার পক্ষে ভোট দেন। ৫১.৬ বনাম ৪৮.৬ শতাংশের সামান্য ব্যবধান হলেও এটি করবিনের শিষ্য, কভেন্ট্রি সাউথের এমপি জারাহ সুলতানার বড় জয়ে পরিণত হয়েছে।
৭৬ বছর বয়সী করবিনের জন্য... বিস্তারিত
What's Your Reaction?