নিরাপদ খাদ্য আইনে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।  সোমবার (২৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে নিয়মিত মনিটরিং অভিযানে সদর উপজেলার আংগারিয়া বাজারে অবস্থিত ‘রাইয়ান মিষ্টান্ন ভান্ডার’ -এ ভয়াবহ খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ পায় শরীয়তপুরের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি মিষ্টি সংরক্ষণ, অনুমোদনহীন টেক্সটাইল ডাই ব্যবহার, মিষ্টির পাত্রে মৃত পোকা এবং পোড়া ও নষ্ট তেলে জিলাপি ভাজার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৩, ৩৩ ও ৩৫ ধারায় প্রতিষ্ঠানের মালিক বাবুল ফকিরের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে গতকাল আদালত ‘রাইয়ান মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক বাবুল ফকিরকে ৩ লাখ টাকা জরিমানা করেন। এর আগে একই আদালত আংগারিয়া বাজারের ‘দুলাল ঘোষ মিষ্টান্ন ভা

নিরাপদ খাদ্য আইনে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে নিয়মিত মনিটরিং অভিযানে সদর উপজেলার আংগারিয়া বাজারে অবস্থিত ‘রাইয়ান মিষ্টান্ন ভান্ডার’ -এ ভয়াবহ খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ পায় শরীয়তপুরের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি মিষ্টি সংরক্ষণ, অনুমোদনহীন টেক্সটাইল ডাই ব্যবহার, মিষ্টির পাত্রে মৃত পোকা এবং পোড়া ও নষ্ট তেলে জিলাপি ভাজার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এ ঘটনায় প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৩, ৩৩ ও ৩৫ ধারায় প্রতিষ্ঠানের মালিক বাবুল ফকিরের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে গতকাল আদালত ‘রাইয়ান মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক বাবুল ফকিরকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

এর আগে একই আদালত আংগারিয়া বাজারের ‘দুলাল ঘোষ মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক কার্তিক ঘোষকে লেবেলবিহীন দই বিক্রির অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ রায় দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে সচেতন মহল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্যের অধিকার রক্ষা করতে জেলার সব বাজারে নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, শরীয়তপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালত এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। আজকের (গতকাল) রায় ভোক্তাদের ন্যায়বিচার এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

তিনি আরও জানান, জেলাব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow