নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই এ ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থীর ব্যবহৃত ব্যক্তিগত প্রাডো গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন প্রার্থীরা। সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার শেষে কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোড দিয়ে যাওয়ার সময় ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ তার ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে চলন্ত অবস্থায় সিরাজউদ্দৌলা রোড অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দ

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই এ ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থীর ব্যবহৃত ব্যক্তিগত প্রাডো গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন প্রার্থীরা। সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার শেষে কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোড দিয়ে যাওয়ার সময় ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ তার ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে চলন্ত অবস্থায় সিরাজউদ্দৌলা রোড অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হঠাৎ করে তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। গাড়িটির নম্বর চট্ট-মেট্রো-ঘ ১১-১***।

ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন নিজামী। তবে হামলায় কেউ আহত হননি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার পর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী চেয়ার প্রতীকের পক্ষে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকার একটি হলে সংবাদ সম্মেলন করেন মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই এ ধরনের হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি আরও বলেন, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে পালিয়ে যায়, যা অত্যন্ত উদ্বেগজনক।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ পেয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হলো নির্বাচনী প্রচার। এর মধ্য দিয়ে মূলত মাঠে গড়াচ্ছে সংসদ নির্বাচন।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow