নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবনের (উচ্চ মাধ্যমিক শাখা) সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘জান দেব, জুলাই দেব না’ স্লোগান দিয়ে জুলাইয়ের স্মৃতি ও ত্যাগের কথা স্মরণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই হাদি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী জাহিদ আল কারিম বলেন, ওসমান হাদি আমাদের জুলাইয়ের নায়ক। তার আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। নির্বাচনের আগেই এ হত্যাকাণ্ডের বিচার দেখত
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবনের (উচ্চ মাধ্যমিক শাখা) সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘জান দেব, জুলাই দেব না’ স্লোগান দিয়ে জুলাইয়ের স্মৃতি ও ত্যাগের কথা স্মরণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই হাদি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী জাহিদ আল কারিম বলেন, ওসমান হাদি আমাদের জুলাইয়ের নায়ক। তার আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। নির্বাচনের আগেই এ হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই আমরা।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদীর অসমাপ্ত লড়াই আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো অন্যায় আপস হতে পারে না।